গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপথ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ০৭:২৮ অপরাহ্ন
গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপথ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপত করলেন গ্রামবাসী। বুধবার (১৬ অক্টোবর) বিকাল পাঁচটায় সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের বর্ণমালা প্রি- ক্যাডেট স্কুল মাঠে " দাঙ্গা মুক্ত সরাইল গড়ার লক্ষ্যে" সরাইল সদরইউনিয়নের সৈয়দটুলাগ্রামবাসীর আয়োজনে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর পরিকল্পনায় দেশীয় অস্ত্র সমর্পনও শান্তির পক্ষে শপথ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর জব্বার,প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, বিশেষ অতিথি ছিলেন, সরাইল সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সিজার, সমাজ সেবক মোঃ নুরুল হক, মেম্বার মোঃ সাদেক মিয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদা,ওসাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, ইউপি মেম্বার মোঃ রাফি মিয়া। প্রমুখ। পরে গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপত পাঠকরান প্রধান বক্তা সরাইল থানা ওসি।এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ, গণমাধ্যম ব্যক্তি, ও গ্রামের সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।