মেলান্দহে মাহিন্দ্র টাক্ট্রর চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইয়ামিন মিয়া- জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: শনিবার ১৯শে অক্টোবর ২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন
মেলান্দহে মাহিন্দ্র টাক্ট্রর চাপায় চালকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে মাহিন্দ্র  টাক্ট্রর চাপায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মেলান্দহ মাহমুদপুরের ইমামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মাহিন্দ্র  টাক্ট্রর চালক মো.  শাহীন (৩৫)ইসলামপুরের সাপধরী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হবিবর রহমান হবুর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের উলিয়া থেকে শনিবার দুপুরে ধানের বস্তা বোঝাই একটি মাহিন্দ্র টাক্ট্রর নিয়ে চালক মো: শাহীন মাহমুদপুর বাজারে যাচ্ছিল। পথে মেলান্দহ উপজেলার মাহমুদপুরের ইমামপুর এলাকায় মাহিন্দ্র টাক্ট্ররটি উল্টে যায়। এসময় টাক্ট্রর চাপায় ওই মাহিন্দ্র টাক্ট্রর  চালক ও মালিক মো. শাহীন ঘটনাস্থলেই মারা যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
ইনিউজ ৭১/এম.আর