রাজধানীতে ৩ পেট্রল পাম্পের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১১:২৬ পূর্বাহ্ন
রাজধানীতে ৩ পেট্রল পাম্পের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর মালিবাগ ও যাত্রাবাড়ী এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী অভিযান পরিচালনা করে এসব মামলা দেয়া হয়। বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার জানান, সোমবার (৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীর মালিবাগ এলাকার মেসার্স মালিবাগ অটো সার্ভিস পেট্রল পাম্পের দুটি ডিসপেন্সিং ইউনিট সিল ভাঙা অবস্থায় ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া যাত্রাবাড়ী এলাকার মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশনের দুটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম দেয়ায় ৫০ হাজার টাকা ও মেসার্স পূর্বাচল ফিলিং স্টেশনের আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের চার্ট নবায়ন না থাকায় ২৫ হাজার জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব সহকারী পরিচালক মো. রেজাউল করিম, পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশ নেন।

ইনিউজ ৭১/এম.আর