আসছে সরাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০১:৪৬ অপরাহ্ন
আসছে সরাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

ইতিমধ্যে সরাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দিনক্ষণ গুনছে নেতাকর্মীরা।সুত্রজানান, দীর্ঘ প্রায় এক যুগ পর সম্মেলনকে সামনে রেখে সরাইল উপজেলা আওয়ামী-রাজনৈতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে যত জল্পনা-কল্পনা রাজনৈতিক মাঠ জুড়ে। নেতা-কর্মীরা জানান, আসছে সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে চাঙ্গাভাব।

সবচেয়ে তৎপর হয়ে ওঠেছেন পদপ্রত্যাশী নেতারা। শীর্ষ দুই পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে উপজেলাজুড়ে মোড়ে-মোড়ে রঙিন বিলবোর্ড-প্ল্যাকার্ডে প্রচারণা চালানো হচ্ছে। কারা আসছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এমন প্রশ্ন সর্বত্র। পুরনো না নতুন নেতৃত্ব-এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে আলোচনা সমালোচনা উপজেলা জুড়ে, নেতাকর্মীরা অপেক্ষায় আছেন  কবে হবে সম্মেলনের দিন-তারিখ।

ইনিউজ ৭১/এম.আর