পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদ্বন্ধী দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুর, হাতাহাতি ও মারধরের ঘটনায় পন্ড হয়ে গেছে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। মঙ্গলবার শেষ বিকালে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ হট্টগোলের ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন জন। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন। এঘটনায় স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানায়, বিকেল তিনটার দিকে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন শুরু হয়। দ্বিতীয় পর্বে সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণের ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকায় ভোটের ঘোষণা দেয়া হয়। এরপরই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। পরে হাতাতির এক পর্যায় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিনত হয় ঘটনাস্থল। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে এঘটনায় দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবে ইউনিয়ন আওয়ামীগ সভাপতি প্রার্থী ও জেলা পরিষদ সদস্য মোশারফ মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও সভাপতি প্রার্থী রিন্টু তালুকদার এ ঘটনার জন্য অপর সভাপতি প্রার্থী ও জেলা পরিষদ সদস্য এসএম মোশাররফ হোসেনকে দায়ী করেন। তবে মোশাররফ হোসেনও পাল্টা অভিযোগ করে এ ঘটনার জন্য। ইউপি চেয়ারম্যানকে দায়ী করেন পরিকল্পিতভাবে চেয়ারম্যানের গ্রুপ এ অবস্থা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, এহেন ঘটনার প্রেক্ষিতে তারা উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে সকলের মতামতের প্রেক্ষিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।