ভারতের নাগরিকত্ব সনদ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই বলে আবারও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া, বাংলাদেশে কাউকে পুশ ইন করার কোন ঘটনা জানেনা বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে ব্যবসায়িক সংঠনের জোট কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্ল্যানারি সেসনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ অঞ্চলে ব্যবসায়িকদের মধ্যে দেশের স্বার্থে একজোট হওয়ার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কাউকে পুশ ইনের তার জানা নাই। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অবস্থা দেখতে প্রতিনিধি দল এলে তাদের স্বাগত জানানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।