বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক এলাকায় ছোট বোন মিতু (১৬) এর বাল্য বিয়ের প্রক্সি দিয়ে বড় বোন সুমি(২২) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আটক হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম, ইনিউজ৭১ কে জানান, গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন ২৯ নভেম্বর শুক্রবার, আন্দারমানিক এলাকার ইউসুফ মল্লিকের ছোট মেয়ে মিতুর(১৬) বাল্য বিয়ের আয়োজন চলছে।
সন্ধ্যায় কাজিরহাট থানার পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেট ঘটনার স্থানে উপস্থিত হয়ে জানতে পারেন, কনের সাজে বড় বোন সুমি(২২) সেজেছে , যার আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আর জান্নাত(১১) নামে মামাতো বোনকে মিতু সাজিয়ে প্রক্সি দেয়া হচ্ছে। এমন ঘটনার পরে বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে, সুমি এবং জান্নাতকে আটক করা হয়েছে। পরিস্থিতি উল্টো বুঝে বাবা ইউসুফ মল্লিক এবং কনে মিতু সটকে পরে।
শেষে মিতুর মা নাছিমা বেগম এবং চাচা শাজাহান মল্লিক ভ্রাম্যমাণ আদালতে কনে মিতুর জাল জন্ম সনদ নিয়ে হাজির হয় এবং তাদের অপরাধ স্বীকার করে। বাল্য বিয়েতে প্রক্সি দেয়ার অপরাধে সুমিকে ২০ হাজার টাকা এবং জান্নাতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে আইন অমান্য করে জাল জন্ম সনদ প্রদর্শন ও বাল্য বিয়ে দেয়ার অপরাধে, মা নাছিমা বেগমকে ৬ মাসের এবং চাচা শাজাহান মল্লিককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।