ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০১৯ ০৪:২৩ অপরাহ্ন
ভেদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামভ্রপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আতহত্যা করেছেন। শনিবার (৩০ নভেম্বর) ভোর রাতে উপজেলার রামভ্রপুর ইউনিয়নের চর রামভ্রপুর গ্রামে তার নানা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আখিঁ বেগম (১৬) উপজেলার রামভ্রপুর ইউনিয়নের রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন। এবং নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলা বাজার গ্রামের আলম চৌকিদারের মেয়ে।

আখিঁর মামা নুরুল ইসলাস ও স্থানীয় ভাবে জানা যায়, আখিঁ মাগরিবের নামাজ পড়ে মোনাজাত ধরে কান্নাকাটিও করছিলো বলে জানান তার মামা। রাত ১০টার দিকে তার নানি ভাত খাওয়ার জন্যে ডাকলে সে খাবেনা বলে ঘুমিয়ে পড়ে।  পরদিন ভোরে তার নানি সকালে নামাজ পড়ার জন্যে ঘরের দরজা ধাক্কা দেয়। কিন্তু সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখতে পান ঘরের আরার সাথে ওলনা বেধে গলায় ফাঁস দিয়ে আখিঁ ঝুলে আছে। পরে সে দরজা ভেঙ্গে নামিয়ে এনে স্থানীয় ডাক্তারকে নিয়ে আসলে মৃত বলে জানান ডাক্তার।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কি কারনে আখিঁ আত্মহত্যা করেছে তা এখনো পরিস্কার নয়। তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব