'মুক্তিযুদ্ধের ইতিহাস' জানতে উৎসুক জনতার ভীড়

নিজস্ব প্রতিবেদক
ফরাজী মো.ইমরান, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০১৯ ০৯:৩০ অপরাহ্ন
'মুক্তিযুদ্ধের ইতিহাস' জানতে উৎসুক জনতার ভীড়

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে প্রদর্শিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র “মুক্তিযুদ্ধের ইতিহাস” দেখতে ভীড় জমিয়েছে কয়েকশ উৎসুক জনতা। শনিবার সন্ধ্যায় ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন কারীদের সংগঠন গৌরবোজ্জ্বল-৯৯ এর আয়োজনে মিনি মার্কেট প্রাঙ্গনে প্রজেক্টরের মাধ্যমে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসানসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা ও  সামাজিক বন্ধন ভিত্তিক সংগঠন গৌরবোজ্জ্বল-৯৯ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ প্রামান্য চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয় বলে জানান গৌরবোজ্জ্বল-৯৯ এর সদস্যরা।“মুক্তিযুদ্ধের ইতিহাস” চলচ্চিত্রটি পরিচালিত করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এর আগে শনিবার শেষ বিকালে কচিমুখ নাট্যাঙ্গন’র (কনা) আয়োজনে পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপত্বিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগের সহ-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। 

এসময় কচিমুখ নাট্যাঙ্গন’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর একটি প্রতীকি চিত্র প্রদর্শিত হয়।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব