সরাইল থানা পুলিশের অভিযানে এক কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে জুলহাস নামের এক জনকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো'র দিক-নিদের্শনা মতে এএসআই গোপী মহন সরকার ও এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ইসলামাবাদ(গোগদ) রাস্তার মাথায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষির পাশে, জুলহাস মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
আসামী জুলহাস নরসিংদী জেলার রায়পুরা রাজনগর গ্রামের বাসিন্দা হযরত আলী চৌকিদারের ছেলে। তাকে এক কেজি গাজাঁসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। সরাইল থানা অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাজাঁসহ আসামীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।