বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে প্রতিষ্ঠিত আবদুল জব্বার মেহমান কলেজে, ২০২০ সালের এইচ এস সি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ফি এর অতিরিক্ত টাকা আদায় করছেন কলেজ কর্তৃপক্ষ। এক একজন শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০০ টাকা থেকে ৪৫০০ টাকা বা এর বেশি টাকা নেয়া হচ্ছে। এর সাথে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলক ১০০০ টাকা কোচিং বাবদ নেয়া হচ্ছে। ঐ কলেজের অভিভাবক এবং শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজে গিয়ে সত্যতা মিলেছে।
কলেজে গিয়ে দেখা যায়, ফরম পূরণের অপেক্ষায় আছে শিক্ষার্থীরা। তারা টাকা কমানোর অনুনয় করছে। টাকাতো কমানো দূরে থাক উল্টো ফরম পূরণের ফি জমার আগে বাধ্যতামূলক ইংরেজি কোচিং এর ১০০০ টাকা আগে জমা দিতে হচ্ছে। আর কোচিং এর ১০০০ টাকা করে হাতে নিচ্ছেন ঐ কলেজের ইংরেজি শিক্ষক সালমা বেগম। কথা হয় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলামের সাথে। তিনি ইনিউজ৭১কে জানান, তার কলেজে বিজ্ঞান বিভাগ নেই। ১৭০ জন শিক্ষার্থী মধ্যে ১৩০ জন টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে খারাপ করেছে। তাই তাদের বাধ্যতামূলক কোচিং এর জন্য ১০০০ টাকা আগেই নেয়া হচ্ছে।
এছাড়া বাংলায় ১১ জন এবং আইসিটিতে ৮ জন খারাপ করেছে। তার কাছে আরো জানতে চাওয়া হয়, অকৃতকার্য এবং কলেজের মধ্যে কোচিং কোনোটাই শিক্ষা বোর্ড সমর্থন করে না, তাহলে আপনি কেনো করলেন? তার কাছ থেকে এর সঠিক উত্তর পাওয়া যায়নি। এছাড়া আরো জানা গিয়েছে , প্রতিটি খারাপ হওয়া বিষয়েও ৫০০ টাকা ধরা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী, এইচ এস সি ফরম পূরণে বিজ্ঞান বিভাগে বোর্ড ফি ১৬৯৫ টাকা, কেন্দ্র ও ব্যবহারিক ফি ৮০৫ টাকা মোট ২৫০০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগে বোর্ড ফি ১৪৯৫ টাকা, কেন্দ্র ও ব্যবহারিক ফি ৪৪৫ টাকা মোট ১৯৪০ টাকা। কিন্তু এই কলেজে শিক্ষকগণ বকেয়া বেতন সহ নানান অজুহাতে শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছে। আর কোচিং এর নামে অতিরিক্ত টাকা আদায়ের ফন্দি এটেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।