হিজলায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো মুক্তামনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২০ ০৫:৫১ অপরাহ্ন
হিজলায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো মুক্তামনি

দু হাত নেই, বাম পা দিয়ে পরীক্ষার খাতা ধরে ডান পা দিয়ে লিখে, ২০১৯ সালে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ পেয়েছে মুক্তামনি নামে এক শিক্ষার্থী। সে গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাংগা এলাকার সেন্টু সরদারের বড় মেয়ে। সে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব পত্তনীভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাছিমা খানম "ইনিউজ৭১" কে জানান, মুক্তামনি তার বিদ্যালয়ের শিক্ষার্থী। তার দুটি হাত নেই, সে পা দিয়ে লিখে তৃতীয় শ্রেণীতে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান দখল করে রেখে ছিলো। ওর মেধা অনেক ভালো। ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলো। তার বিদ্যালয়ে একটি জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। আর এই একজনই হলো মুক্তামনি। মুক্তামনির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কথা বলে জানা গিয়েছে, মুক্তামনির মা ঢাকার সাভার এলাকায় গার্মেন্টস কর্মি। সে এখন আর এলাকায় আসবে না। তাই সাভার এলাকায় ভালো কোন বিদ্যালয়ে, মুক্তামনিকে ভর্তি করানো হবে।

হিজলা উপজেলা শিক্ষা অফিসার আঃ গাফফার জানান, হিজলায় ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় ২৭৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলো। প্রাথমিকে পাশের হার শতকরা ৯৮.৬১ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে অংশগ্রহণ করে ছিলো ৩৮২ জন শিক্ষার্থী। এখানে পাসের হার শতভাগ। তবে ইবতেদায়ীতে কোনো জিপিএ-৫ নেই।

ইনিউজ ৭১/এম.আর