তজুমদ্দিনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২০ ০১:৪৯ অপরাহ্ন
তজুমদ্দিনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উপলক্ষে তজুমদ্দিনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপজেলা প্রসাশনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, জেলে, সুধী সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন অংশগ্রহন করে।

পরে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম শাজু, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম শহীদুল্লাহ কিরন ও সাধারন সম্পাদক আব্দুল রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিক সাদী, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সম্পাদক মোঃ রাসেল, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম প্রমুখ। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্তরে সন্ধ্যায় আতসবাজির আয়োজন করা হয়।

ইনিউজ ৭১/এম.আর