বিএনপির এজেন্টদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২০ ১২:১৭ অপরাহ্ন
বিএনপির এজেন্টদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মগবাজার শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার সকাল দশটায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল কেন্দ্রে গেলে ৭/৮ জন বিএনপি এজেন্ট এ অভিযোগ তুলে ধরেন।

বিএনপি প্রার্থীর এজেন্ট রিনা বেগম বলেন, ‘সকালে কেন্দ্রে প্রবেশের পরপরই আমাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে গেটে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকবার প্রবেশের চেষ্টা করি। কিন্তু বাইরে থেকে আমাদের লক্ষ্য করে পচা ডিম ছুঁড়ে মারা হয়। পরে তাবিথ আওয়াল ঘটনাস্থলে গিয়ে সব এজেন্টকে ভেতরে প্রবেশ করান।’

রিনা বেগম আরও বলেন, ‘অভিযোগ নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে বারবার গেলেও তিনি কোনো প্রতিকার দেননি। বরং বলেছেন তার কিছু করার নেই।’

ইনিউজ ৭১/এম.আর