কার্ভাডভ্যানে এনা বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৪ অপরাহ্ন
কার্ভাডভ্যানে এনা বাসের ধাক্কা, নিহত ২

গাজীপু‌রে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে তা‌দের প‌রিচয় জানা যায়‌নি। ‌নিহত দুইজ‌নের বয়স আনুমা‌নিক ৪০ ও ২০ বছর।

শ‌নিবার সকাল ১১টার দি‌কে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

গাজীপুর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, মহানগরীর রা‌জেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে ঢাকা থে‌কে ময়মন‌সিংহগামী এনা প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যান‌কে পেছন দিক থে‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লে দুজন নিহত ও ১০জন আহত হয়।

হতাহত‌দের উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
ইনিউজ ৭১/এম.আর