রাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন-ফেরি’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২০ ১০:২৪ পূর্বাহ্ন
রাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন-ফেরি’র যাত্রা শুরু

‘মানবতার আলোকচ্ছটায় আলোকিত হোক ভুবন’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ‘স্বপ্ন-ফেরি’ নামের সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত শনিবার সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

অর্থনীতি বিভাগের খাইরুল ইসলাম দুখুকে সভাপতি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদ করিমকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের পৃষ্ঠপোষকাতায় সোমবার এই কমিটি ঘোষণা করা হয়।

অন্যসদস্যরা হলেন- সহ-সভাপতি তানজিল হোসেন (দর্শন বিভাগ), শরীফ আহমেদ (ইসলামিক স্টাডিজ বিভাগ), মেহেদী হাসান নাঈম (ডিভিএম), যুগ্ম সা: সম্পাদকঃ মীর সেলিম রানা(অর্থনীতি বিভাগ) সহ-সম্পাদক হাবিব (নিউ গভঃ ডিগ্রি কলেজ), কামরান আলী (অর্থনীতি বিভাগ), সাংগঠনিক সম্পাদক লকিব ইসলাম(অর্থনীতি বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (অর্থনীতি বিভাগ), অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ): তৌফিক সিজান (অর্থনীতি বিভাগ), সহ-অর্থ বিষয়ক সম্পাদক জোনায়েদ আহমেদ (অর্থনীতি বিভাগ), প্রচার সম্পাদক ফাইন হোসেন (অর্থনীতি বিভাগ), সহ-প্রচার সম্পাদক জোবায়েদ হোসেন (অর্থনীতি বিভাগ), গ্রন্থ প্রকাশনা সম্পাদক আবু নাঈম (অর্থনীতি বিভাগ), ক্রীড়া সম্পাদক মতিউর রহমান (অর্থনীতি বিভাগ), সহ ক্রীড়া সম্পাদক লক্ষ্মণ (সমাজকর্ম বিভাগ), শিশু বিষয়ক সম্পাদক সানজিদা হাসনাত শ্রাবণী (আইআর), দপ্তর সম্পাদক নাঈম মাহমুদ (অর্থনীতি বিভাগ), সহ দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় (অর্থনীতি বিভাগ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খাদিজাতুল কোবরা (অর্থনীতি বিভাগ) সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফসানা মিমি (অর্থনীতি বিভাগ), কার্যনির্বাহী সদস্য সুমন (অর্থনীতি বিভাগ), সাদরিতা তাসনিম (অর্থনীতি বিভাগ), ফারহানা ইসলাম রিমি (অর্থনীতি বিভাগ), পল্লব বিশ্বাস (দর্শন বিভাগ), মনিরুল ইসলাম মনি (দর্শন বিভাগ), নাঈমুর রহমান মুসা (অর্থনীতি বিভাগ), রানা মিয়া (দর্শন বিভাগ), অদিতি মন্ডল (অর্থনীতি বিভাগ), ওয়াজেদ আলী (অর্থনীতি বিভাগ), হাদিউজ্জামান (অর্থনীতি বিভাগ)।

প্রসঙ্গত, রাবিসহ রাজশাহী শহরের নানা শিক্ষা-প্রতিষ্ঠানের কিছু মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সাথে যুক্ত হয়ে ও ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় পথশিশু ও সুবিধাবি ত শিশুদের মানবিক মূল্যবোধ ও নীতিনৈতিকতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে পাঠদানসহ নানা সৃজনশীল কর্মসূচি পালন করে আসছিল।

এছাড়াও দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র সহ অবহেলিত পিছিয়ে পড়া শিশুদের মাঝে বিভিন্ন সময়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বর্তমানে তারা সবাই একত্রিত হয়ে তারুণ্যের শক্তি মূল পুঁজি করে নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছে নানান কার্যক্রম। স্বপ্ন-ফেরি নামক এ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কিছুসংখ্যক শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইনিউজ ৭১/এম.আর