টাঙ্গাইলের গোপালপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে সকল ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো, উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার,
মো.আমীর খসরু ও অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান, মো.কাইয়ুম খান সিদ্দিকী, পৌর প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাবৃন্দ কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি মাগফেরাত এর জন্য দোয়া কামনা করা হয় ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।