বোরহানউদ্দিনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য প্রচার-প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৯ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য প্রচার-প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, কাচিয়া ইউপি চেয়ারম্যান মো. আ. রব কাজী, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক সুপারভাইজার ও চিফ ইন্সট্রাাটর মো. মঞ্জুর মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, শিক্ষা অফিসার মো. আমিনুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, বাংলাবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রহিজউদ্দিন, স্থানীয় সাংবাদিক এমএইচ শিপন, ইন্দ্রজিৎ দে, মো. নাছিরউদ্দিন প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে  ভোলা জেলার প্রবাসী  কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দপ্তরের সহকারী পরিচালক মো. মোশারেফ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব