বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি " এই প্রতিপাদ্য নিয়ে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায়, বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো পালিত হলো জাতীয় বীমা দিবস ২০২০।দিবসটি উপলক্ষে ১ মার্চ রবিবার বেলা সাড়ে ১১ টায়, উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়। র্র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।পরবর্তীতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ খান, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম।
ইনিউজ৭১ /০১মার্চ/
সংবাদটি শেয়ার করুন
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।