বোরহানউদ্দিনে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীর  ইলিশের অভায়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১১ জেলেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী এ দন্ডের আদেশ দেন। এছাড়া প্রায় ৬৫ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। 

মেঘনা নদী থেকে আটক করা কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী  ইউনিয়নের রাকিব (২০), জামাল হোসেন (২৪) ও বিল্লাল (২১)। তেঁতুলিয়া  নদী থকে আটক দন্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার সাচড়া ইউনিয়নের হানিফ (৩০), ইকবাল (৩০), জিহাদ (২৩), রিপন (২৯), সজিব (১৯),সোহেল (১৮), জসিম (৩৫) ও আবু তাহের (৪৫)। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, সোমবার  সকাল ১১ থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা ও সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে  উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। ওই সময় ১১ জেলেকে আটক করা হয়। জেলেদের সাথে থাকা প্রায় ৬৫ লাখ টাকার ২৭ টি  বেহুন্দি জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব