ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর শহরের বাসস্ট্যান্ড ও পৌর শহরেরর ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মধ্যে ওই লিফলেট বিতরণ করা হয়।
ওই সময় পৌর মেয়র লিফলেট গ্রহিতাদের নিজেদের সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহবান জানান। পৌর মেয়র মো. রফিকুল ইলামের সাথে লিফলেট বিতরণ করেন পৌরসভার কাউন্সিলর হারুন-অর-রশীদ, সেলিম রেজা, সালাউদ্দিন পঞ্চয়েত, মো. কুতুবুল কবির, পৌরসভার সচিব প্রণয় সাহা, সহকারী প্রকৌশলী আ.সাত্তার, উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।