টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১৫।
এসময় ৮ হাজার ৯ শত ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় লেদা রোহিঙ্গা ক্যাম্পের জিয়াদুল হকের ছেলে জোবায়ের (২৩) কে। পালিয়ে যায় অপর এক মাদক কারবারি। ২০ মার্চ (শুক্রবার) সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টু টেকনাফ রোডে ও অভিযান চালায় র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, ইয়াবা ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে অবস্থান নেয় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে জোবায়েরকে আটক করতে সক্ষম হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪৪ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।
আটককৃত জোবায়ের এবং ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।