কালিয়াকৈরে মন্দিরের প্রতিমা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: রবিবার ২২শে মার্চ ২০২০ ১২:০৯ পূর্বাহ্ন
কালিয়াকৈরে মন্দিরের প্রতিমা ভাংচুর

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।উপজেলার বাশতলী এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।বাড়ির মালিক যতীস চন্দ্র মজুমদার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।স্থানীয় ওপুলিশ সূত্রে জানাযায়,প্রতিদিনের ন্যায় পূজা অর্চনা শেষে মন্দিরের ঘর তালা মেড়ে রাত অনুমান ১০ঘটিকার দিকে ঘুমাতে যায়।

বাড়ির মালিক যতীস চন্দ্র শনিবার (২১.০৩.২০ইং) সকালে ঘুম থেকে ওঠে দেখে কে বা কাহারা অজ্ঞাতনামা ব্যাক্তিরা মন্দিরে থাকা রাধাকৃঞ্চের মাটির তৈরি ২টি মুর্তি ভেঙ্গে ফেলেছে।সেই সাথে মন্দিরে থাকা লোকনাথ, মহাদেব,জগন্নাথসহ অন্যান দেবতার দেওয়ালে বাধানো ছবি কুপিয়েছে  ।এঘটনায় কালিয়াকৈর থানার অপরেশন (ওসি) মনিরুজ্জামান খান বলেন,এবিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি তবে অগিযোগের সত্যতার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। 

ইনিউজ ৭১/ জি.হা