হিজলার গুয়াবাড়িয়ায় কর্মহীনদের ত্রাণ বিতরণ করেন পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা এপ্রিল ২০২০ ১১:০২ পূর্বাহ্ন
হিজলার গুয়াবাড়িয়ায় কর্মহীনদের ত্রাণ বিতরণ করেন পংকজ নাথ

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা স্বল্প আয়ের পেশাজীবি ও দিনমজুরদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর পত্তনীভাঙ্গা মহিলা দাখিদ মাদ্রাসার মাঠে ২ এপ্রিল দুপুরে , ১০৭ জন স্বল্প আয়ের এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু এবং সাবান। এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ  চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, 

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম, অফিসার ইনচার্জ(ওসি ) অসীম কুমার সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সাকির, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।পংকজ নাথ সবার উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। আমরা ৭ দিন অতিবাহিত করেছি,  আগামী ৭ দিনও  ঘরে থাকার চেষ্টা করি। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এর নির্দেশ অনুসারে আপনাদের খাবার বাসায় পৌঁছে দেয়া হবে।


ইনিউজ ৭১/ জি.হা