কালিয়াকৈরে শিল্প কারখানার কাজে যোগ দিতে ফিরছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: শনিবার ৪ঠা এপ্রিল ২০২০ ০৬:৫৩ অপরাহ্ন
কালিয়াকৈরে শিল্প কারখানার কাজে যোগ দিতে ফিরছেন শ্রমিকরা

আগামীকাল রোববার থেকে শিল্প কারখানা চালু হবার কথা রয়েছে। তাই ছুটিতে গ্রামের বাড়িতে চলে যাওয়া শ্রমিক ও কর্মকর্তারা কাজে যোগ দিতে এখন গাজীপুরের কালিয়াকৈরে ফিরছেন।গণপরিবহন বন্ধ থাকায় কেউবা হেঁটে আবার কেউবা ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটো রিকশা, পিকআপ ভ্যান, ট্রাকে চড়ে ফিরছেন।

কালিয়াকৈর পৌরসভার  পুর্বচান্দরা এলাকায় একটি কারখানায় চাকরি করেন রংপুর জেলার হামিদ মিয়া। তিনি জানান, কারখানা ছুটি দেয়ার পর গত ২৫ মার্চ তিনি বাড়ি চলে যান। আগামীকাল (৫ এপ্রিল) কারখানা খোলার কথা থাকায় শুক্রবার কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে ও অটোরিকশা করে  পরে পিকআপে চড়ে পৌঁছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায়। পরে রিকশায়  এলাকায় তার ভাড়া বাসায় পৌঁছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীবাহী বাস বা ট্রেন বন্ধ থাকায় শিল্প কারখানার কাজে যোগ দিতে শ্রমিকরা নানা দুর্ভোগ মেনে  যে যেভাবে পারছেন গাজীপুরে কালিয়াকৈর ছুটে আসছেন।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো: জহিরুল ইসলাম খান জানান, বাস বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল থেকেই ট্রাক, পিকআপ, অটোরিকশা ইত্যাদি বাহনে করে কারখানার শ্রমিকরা আসছেন। আজ শ্রমিকদের চাপ গতকালের চেয়ে বেশি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব