প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁগুলোও। এতে বিপাকে পড়েছে ঘুরে বেড়ানো হাজারো কুকুর। তাই এসব কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঝালকাঠি সময়’ পরিবার। একইসঙ্গে মানসিক ভারসাম্যহীনদেরও খাবার দেয়া হয়েছে ।
শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠির বেশ কিছু সড়ক ঘুরে ঘুরে এসব কুকুরকে খাবার দেন ‘ঝালকাঠি সময়’ প্রতিষ্ঠানের সম্পাদক ও বার্তা বিভাগের কর্মীরা। শহরের সিটি পার্কের এলাকা থেকে শুরু করে থানা রোড, কালিবাড়ি বাজার রোড, পৌরপার্ক ও ডিসিপার্ক এলাকায় ঘুরে বেড়ানো অসংখ্য কুকুর ও পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
ঝালকাঠি সময়’র সম্পাদক পলাশ রায় বলেন, সাংবাদিক রতন আচার্য্য, খায়রুল ইসলাম, ফারজানা ববি নাদিরাকে নিয়ে এ কাজ শুরু হয়েছে। সমাজে ঘুরে বেড়ানো এসব প্রাণীর পাশে সব সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।