ত্রাণ দিতে গিয়ে জমায়েত না করার আহ্বান জানিয়ে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে আমরা যেন অধিকতর জমায়েত না হই। বিপদজনক পথ বেছে না নেই।শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শাহবাজপুর ও শাহজাদাপুর এই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ সামগ্রী কর্মহীন দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর জানান, এ দুর্যোগ সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান, তিনি জানান,করোনার এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ও নিজেদের মানবিক বোধ থেকে, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান করে,উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর এ সময় বলেন, জনপ্রতিনিধি,
প্রশাসন, সরকারি ও বেসরকারি দফতরের সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে একসঙ্গে পালন করতে পারলেই, বর্তমান এ অবস্থা মোকাবেলা করা সম্ভব। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান, এলাকার নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে খাদ্য, চিকিৎসাসহ সব ধরণের সাহায্য পৌঁছে দিতে আমরা সদাপ্রস্তুত আছি।আমাদের সবার স্মরণ রাখতে হবে, গরীব মানুষেরা যেনো অভুক্ত না থাকে, সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানান সকলকে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।