পটুয়াখালী‌তে বজ্রপা‌তে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ৫ই এপ্রিল ২০২০ ০৮:৫২ অপরাহ্ন
পটুয়াখালী‌তে বজ্রপা‌তে তিনজন নিহত

পটুয়াখালী‌র সদর উপজেলা, মির্জাগঞ্জ ও গলা‌চিপায় ব্রজপাতে তিনজন নিহত হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। স্ব স্ব উপ‌জেলা প্রশাসন ও এলাকাবাসী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপ‌জেলার খ‌লিসাখালীর গ্রামের রিক্সা চালক জাহা‌ঙ্গির তালুকদার সদর থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হন।

এছাড়া মির্জাগঞ্জ উপ‌জেলার বা‌জিতা গ্রামের কৃষক হা‌বিব হাওলাদার মাঠ থেকে গরু আনার সময় এবং গলা‌চিপা উপজেলার ছোন‌খোলা গ্রামের মাদ্রাসার কামিল শ্রেনীর ছাত্র জোবা‌য়ের ইসলামও মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে নিহত হ‌য়।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব