নিম্ন মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৫:১৮ অপরাহ্ন
নিম্ন মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন

ভোলার বোরহানউদ্দিন উপজেরায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া নিম্ন-মধ্যবিত্ত সাড়ে তিন’শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন স্বেচ্ছ্বাসেবী সংগঠন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের কর্মীরা। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী সামাজিক দূরত্ব বজায় রেখে ওই কার্যক্রম উদ্ভোধন করেন।

ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোহাম্মদ জসিম জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে না যেতে পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে বিভিন্ন পেশার দরিদ্র পরিবারে।

দরিদ্র পরিবারগুলো সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি সহায়তা পাচ্ছে। কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণি না বলতে পারে, না সইতে পারে। একারণে ওই ধরণের পরিবারগুলোকে আমাদের গঠিত স্বেচ্ছ¡াসেবকদের ২৩ টি টিম নাম পরিচয় গোপন রেখে গোপনে খাদ্রসামগ্রী পৌঁছে দিচ্ছে।   

ইনিউজ ৭১/টি.টি. রাকিব