৯ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই এপ্রিল ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ন
৯ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন তিনি। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার ডিসিসহ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। গত ৩১ মার্চ সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন। এর পর ভিডিও কনফারেন্স করেছেন বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে।