ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইনুল ইসলামকে সরিয়ে সিলেট জেলার তামাবিল হাইওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাদ্রাসা মাঠে আনসারী হুজুরের জানাজায় গণজমায়েতকে কেন্দ্র করে এবার খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলামকে বদলি করা হয়েছে। বদলি আদেশ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মইনুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সেই আলোচিত জানাজায় লোকসমাগমের ঘটনায় সরাইল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক (তদন্ত)সহ সরাইল সার্কেল এর এএসপি’কে প্রত্যাহার করে পুলিশ বিভাগ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।