ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগের সময় বাংলাদেশের মানুষের জন্য সার্বিক সহযোগীতায় প্রধানমন্ত্রীর ভূমিকা নজিরবিহীন, যা এখন বিশ্বব্যাপী সমাদৃত। শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ অভূক্ত থাকবে না। যতদিন মহামারি দুর্যোগ থাকবে ততদিন মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।
রবিবার (৩মে) বেলা ১০ টায় ভোলার চরফ্যাশন পৌর শহরের কেন্দ্রীয় ঈদঁগাহ মাঠে শ্রমজীবী কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর তৃতীয় ধাপে চরফ্যাশনে ২০ হাজার দরিদ্র মানুষের মাঝে রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এছাড়াও তিনি আলিয়া মাদরাসার মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত উপজেলার ২৮টি কওমি মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ২লাখ ৯৫হাজার টাকা অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যক্ষ কয়ছর আহমদ দুলাল প্রমুখ।
বার্তা প্রেরক-নুরুল্লাহ ভুইয়া
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।