আজ এমন কোন প্রচার মাধ্যম নেই যেখানে নেতিবাচক প্রচার হয়না। অথচ আমাদের উচিত ছিলো নেতিবাচক খবরকে আড়াল করে ইতিবাচক খবরকে বেশী বেশী প্রচার করা। কিন্তু; কেন যেন আমরা ঘুম থেকে উঠেই নেতিবাচক খবর গুলোতেই বেশী অভ্যস্থ হয়ে পরছি।
এটা সমাজের জন্য কতটা ভয়ংকর, ক্ষতিকর রুপ ধারন করতে পারে তা কি আমরা কেউ একবারও কখনো ভেবে দেখেছি?ব্যক্তিগত জীবনেও আমরা প্রায়ই লক্ষ্য করি কেউ একজন আমার, আপনার বিপক্ষে সামান্য একটা নেতিবাচক কথা বললো সেটা জেনে অথবা না জেনে, সাথে সাথে যুগ যুগ ধরে টিকে থাকা সম্পর্কটাই নস্ট হয়ে যেতে পারে নিমিষেই, অথচ দেখুন কত ভালো সম্পর্ক ছিলো তাদের সাথে আমাদের। সুতরাং নিজের কথা চিন্তা করেই আমাদের নেতিবাচক প্রচার থেকে বিরত থাকা উচিত।
সমালোচনা হতে পারে কিন্ত; সেটাও ইতিবাচক দিকে ইঙ্গিত রেখেই। ভুল মানুষের হতেই পারে। ভালো দিন, খারাপ দিন আপনার আমার সবার জীবনেই আসতে পারে। অপরের দোষ খুঁজে আপনার আমার কী লাভ? আমাদের নিজেদেরও তো কত দোষ আছে। সমাজে হাজারো ভালো কাজের নজির আছে সেগুলো প্রচার করি। সুস্থ চিন্তাধারায় সমাজ গড়ি।
ভবিষ্যত প্রজন্মের দিকে একবার ভাবুন তারা কি শিখছে? তারা তো আপনার আমার সন্তান,ভাই, বোন তারাওতো নেতিবাচক খবর গুলো পড়ে মন মানুসিকতায় নেতিবাচক হয়ে উঠছে, এভাবে আর কত? সামাজিক যোগাযোগ তো ভালো কাজের জন্য। কে অধিকার দিয়েছে আমাদেরকে কুরুচিপূর্ন ছবি আপলোড করে টাইম লাইনে দিতে? কেন এতকাল পরেও সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রিত হবেনা আমাদের? একটার পর একটা নোংড়া ইস্যু ফেইসবুকে ভাইরাল হয়ে জাতিকে নির্লজ্জ জাতিতে রুপান্তরিত করছে। সামান্যটুকু লজ্জাবোধ আমাদের বোধ শক্তিকে জাগ্রত করেনা।
আপনার আমার ফেইসবুক পারিবারিক ভাবেইতো ব্যবহার করি আমরা, তাহলে কেন এখনো আমরা সভ্যতার জগতে নীচু জাতি হিসেবে বারবার নিজেদেরকে প্রমান করাতে ব্যস্ত? আমাদের ঘুম কবে ভাঙ্গবে? আর কত চিৎকার দিয়ে ডাকতে হবে জাগো ও জাতি জাগো!!!বিশ্বে এমনও অনেক দেশ আছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচক কাজের জন্যই ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে,তাহলে আমরা কেন এখনো দূরে? একবার ভাবুন অন্যের ব্যাপারে যেটা হচ্ছে আপনার আমার ব্যাপারে সেটা হতে কতক্ষন! ধরুন আমাদের কোন দোষ নেই অপরাধীরা আমাদের ইজ্জত হানি এমন একটা কাজ করে দিলো তখন কি করবো আমরা? সবার সচেতন হতে হবে, ধর্মের দিকে বেশী গুরুত্ব দিতে হবে, তা হলে সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। পাপীকে নয় পাপকে ঘৃনা করতে শিখতে হবে আমাদের।
আজ হয়তো একটা নেতিবাচক খবরে সোস্যাল মিডিয়া সয়লাব, সবাই মজা নিচ্ছি কিন্তু; যাদের নিয়ে ঘটনাটি ঘটেছে তারাও হয়তো কিছুদিন বিব্রতবোধ করে পুরো ঘটনাটি ভুলে যাবে যার নজির ইতোপূর্বে আমরা অনেক লক্ষ্য করছি, কিন্তু; আজকের এই নেতিবাচক প্রচার আমাদের সমাজে সারাজীবন কলুষিতার ছাপ হয়ে আমাদের কুঁড়ে কুঁড়ে ধ্বংস করে দিবে। আসুন সমাজকে বাঁচাই, আরো সচেতন হই। ভালো ভালো ইতিবাচক সংবাদ প্রচার করি।
মোহাম্মাদ মোজাম্মেল হক সুমন, সহকারী অধ্যাপক, গবেষক ও কলামিস্ট
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।