ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টায় থানায় মামলা
সাভারের আশুলিয়ায় হাট-বাজার পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে অসাধু ব্যক্তিরা। এঘটনায় আশুলিয়া থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০৬ মে) রাতে আশুলিয়া রাজস্ব সার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আশুলিয়া থানায় মামলা (নং-২/২৯৬) নথিভুক্ত করা হয়।
আসামীরা হলেন- আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর ও আবু তালেব বাবু, একই এলাকার আলি মাদবরের ছেলে আলামিন মাদবর ও সাভার দক্ষিন পাড়ার মৃত হরিদাসের ছেলে বিপ্লব সাহা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের রুটিন অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে যায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে একটি দল। এসময় স্থানীয় কিছু লোকজন সরকারি কাজে বাধা দেয়। পরে তারা ৪০/৪৫ জন ডেকে এনে ম্যাজিস্ট্রেটের উপর হামলার প্রস্তুতি নেয়। এসময় অন্য কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি বলেন, আশুলিয়ার বাজার এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা না, পরিদর্শন যাই। এসময় কিছু অসাধু ব্যক্তি অর্তকিত ভাবে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে লিখিত ভাবে থানায় জানানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, সরকারি কাজে বাধাপ্রদান করায় চার জনের নাম উল্লেখ্য করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চার জনকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।