নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১২ই মে ২০২০ ০১:৫৭ অপরাহ্ন
নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, ঠান্ডা, গলা-ব্যাথা, শ্বাসকষ্ট জনিত করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে)  সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ভর্তি হয় গতকাল সন্ধ্যায়। নিহত ব্যক্তি নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্ধা। সে পেশায় একজন রিকশাচালক।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজীব জানান, গতকাল সন্ধ্যায় জ্বর, ঠান্ডা, গলা-ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে এক জন ভর্তি হয়। আজ সকাল সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শ্যাম্পল গতকলকেই নেয়া হয়েছে। ইসলামিক ফাউণ্ডেশন এর মাধ্যমে সতর্কতা মূলক ব্যবস্থা মেনেই তার দাফন করা হবে।