সরাইলে নতুন করে ১ জনের করোন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৭ই মে ২০২০ ১০:১১ অপরাহ্ন
সরাইলে নতুন করে ১ জনের করোন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন করে  সৌরভ (৩০)করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সে  উপজেলার শাহবাজপুর পালপাড়ার ওসিম পালের পুত্র  সৌরভ পালের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তিনি নাসিরনগর উপজেলা কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা।

সরাইল উপজেলা স্বাস্থ্যওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ নোমান মিয়া এ তথ্য নিশ্চিৎ করেছেন। সরাইলে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন নারায়ণগঞ্জ  ফেরত এক নারী। তার বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে। ইতোমধ্যে ওই নারী সুস্থ হয়েছেন।

সরাইল উপজেলা নিবার্হী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ এস এম মোসা বলেন, আজ সকালে স্বাস্হ্য বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি সহ আক্রান্ত ব্যক্তি তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।  আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ আরো ৪টি বাড়ি লাল নিশানা টানিয়ে লকডাউন করা করা হয়েছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব