টাঙ্গাইলে সিএনজি উল্টে একজন নিহত
টাঙ্গাইলে সিএনজি উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়। সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সিএনজি চালিত একটি অটোরিক্সা ভুঞাপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাত (৫০) সিএনজি যাত্রী নিহত হয়।
সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।