হিজলায় বালুর ড্রেজারের ৬ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৯:২৬ অপরাহ্ন
হিজলায় বালুর ড্রেজারের ৬ জনের জরিমানা

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের ইটভাটার পাশে নদীতে মোবাইল কোর্টের অভিযান করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা। অভিযান কালে অবৈধ বালুর ড্রেজার থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশের এস,আই নুর আলম ইনিউজ৭১কে জানান, সোমবার মধ্যরাতে হরিনাথপুর নদীতে অভিযান কালে বালুর ড্রেজার থেকে চাঁদপুরের মোঃ ওয়াজকুরনি,  সাহেবের হাটের মোঃ শাহাবুদ্দিন, সাহেবের হাটের জাকির হোসেন, নোয়াখালীর আবুল খায়ের, বরগুনার স্বপন ঘরামী, চট্টগ্রামের জিয়াউল হকসহ ছয়জন আটক করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

অপরদিকে আটককৃতদের কাজে জিজ্ঞেস করলে তারা জানায়, তারা হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর ভাগ্নে জনি'র ড্রেজারের শ্রমিক। তারা বালু আনলোডের কাজ করে থাকে।

১৯ মে মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর কাছে তারা তাদের বালু আনলোডের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং তাদের অপরাধ স্বীকার করলে, প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব