ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৬টি ওয়ার্ডের করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১৩ শত পরিবারের মাঝে প্রথম দফায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ঈদগাহ মাঠ সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। ওই সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বিতরণ কাজে অংশ নেন।
বিতরণ কালে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা মেনে চলার বিকল্প নেই। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে এ দূর্যোগ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। এছাড়া তিনি উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা জেলার মানুষের অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, স্থানীয় সাংসদ আলী আজম মুকুলের জন্য দোয়া কামনা করেন। ওই সময় পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান, প্রথম দফায় পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ৭ টি ওয়ার্ডে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। অবশিষ্ট ৩ টি ওয়ার্ডে বৈরী আবহাওয়ার কারণে আজ দেয়া সম্ভব না হওয়ায় আগামি শনিবার খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।