টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক রিমনকে গ্রেপ্তার করেছে।(১৪জুন) রবিবার রাত সোয়া ৮ টায় মায়ের অনুমতি নিয়ে মোবাইলে টাকা উঠাতে দোকানে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয় মেয়েটি। এসময় রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে।
পরে ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মায়ের কাছে সব বলে দেয়। পরদিন সকালে মেয়েটির মা বাদী হয়ে রিমনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন বলেন, ৫ম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও স্কুল ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।