ঢাকাসহ সারাদেশে লবনযুক্ত কোরবানির পশুর চামড়া ও নিত্যপণ্যের বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি।৯৯টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৫৪ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও আদায়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়।
কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর বাবু বাজার, ইসলামপুর, পোস্তা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আমিন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
তদারকিকালে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য সংরক্ষণ , পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কজাত বিধিমালা লংঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৯৯টি প্রতিষ্ঠানকে ৫,৫৪,৪০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনকে আহবান জানান।এছাড়াও ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।