হিজলায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ৫ই সেপ্টেম্বর ২০২০ ১১:২৩ পূর্বাহ্ন
হিজলায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

রাতের খাবার খেতে বসে দুই ভাইয়ের মারামারি আর সেই মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ দিতে হলো পিতাকে। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা এলাকায়।মৃত আনিস হাওলাদার পেশায় একজন গাছ ব্যবসায়ী ছিলেন।

তার দুই ছেলে অটো চালক জাহিদ(৩৫) এবং গাছ ব্যবসায়ী রাকিব(২২)। হিজলা থানা সূত্রে এবং এই দুই ভাইয়ের সাথে আলাপকালে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় দুই ভাই রাতের খাবার খেতে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।

পিতা আনিস হাওলাদার দুই ভাইয়ের মারামারি থামাতে আসেন এমন সময় ছোট ভাই রাকিবের হাতে থাকা লাঠির আঘাত পিতা আনিস হাওলাদারের মাথায় লাগলে সে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। তারা ঘটনাটি ধামাচাপা দিয়ে শুক্রবার দুপুরে মৃত পিতার জানাজা শেষ করে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হিজলা থানার পুলিশ উপস্থিত হয়ে দুই ভাইকে আটক করে থানার নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ বরিশালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার পুলিশ।