রাজধানীর চাঁদনী চক মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বুধবার বেলা দেড়টার কিছু আগে মার্কেটটিতে আগুন লাগে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১টা ২৫ মিনিটের দিকে চাঁদনী চক মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখনোই তা বলা যাচ্ছে না। আগুনের ভয়াবহতা কেমন তাও তিনি বলতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।