খাগড়াছড়ির গুমতিতে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৩১শে অক্টোবর ২০২০ ০৫:৩৯ অপরাহ্ন
খাগড়াছড়ির গুমতিতে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নে নাতিকে কাঁধে নিয়ে সাঁতড়ে গুমতি নদী পারাপারের সময় পানিতে ডুবে মো. আবুল গাজী (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নাতি মো. শাহাদাত হোসেন (১০)।শনিবার (৩১ অক্টোবর) দুপুরের  দিকে মাটিরাঙ্গার গোমতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল গাজী মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা। তার এ মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, সকালের দিকে তার ছেলে মো. শাহাদাত হোসেনকে সাথে নিয়ে গোমতির নদীর ওপারে বাংলাটিলা এলাকায় জমি দেখতে যান বাবা মো. আবুল গাজী। জমি দেখা শেষে বাড়ি ফেরার পথে নাতিকে কাঁধে নিয়ে গোমতি নদী পার হওয়ার সময় পানিতে  তলিয়ে যান মো. আবুল গাজী। এসময় তার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেলেই প্রায় দুই কিলোমিটার দুরে গোমতি ব্রীজের পাশ থেকে স্থানীয়রা মো. আবুল গাজীর মরদেহ উদ্ধার করে। 

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন,  গোমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও কাঁদে তার নাতী থাকাতে   হঠাৎ পানিতে ডুবে মারা যান মো. আবুল গাজী। তার মত্যুতে গুমতিতে  শোকের ছায়া নেমে আসে।মাটিরাঙ্গা থানার   অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী  বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে  নাতিকে কাঁধে নিয়ে সাঁতড়ে গুমতি নদী পারাপারের সময় পানিতে ডুবে মো. আবুল গাজী (৭২) নামে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনাটি শুনেছি এমন ঘটনা সত্যিই মর্মান্তিক ও অনাকাঙ্খিত।