যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: খাদেমসহ ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই নভেম্বর ২০২০ ০৪:৫৮ অপরাহ্ন
যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: খাদেমসহ ৩ আসামি রিমান্ডে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েল (৫০) কে হত্যার পর মরদেহ পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল আদালতের বিচারক আদালত- ৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী (৬১), আনোয়ার হোসেন (৫৫), হাসান রাজু (১৯) এবং রবিউল ইসলাম (৪০)। এ নিয়ে গ্রেফতার ২৩ জনের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেয়া হলো। তবে হত্যাকাণ্ডের প্রধান মুল আসামি হোসেন ডেকোরেটর মালিক হোসেন আলী এখনো পলাতক রয়েছে।

গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। গত ২৯ অক্টোবর বিকেলে সুলতান রুবায়াত সুমন নামে এক সঙ্গীসহ বুড়িমারী বেড়াতে আসেন তিনি। ওই দিন বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।