জাপানে বিএনপির বিল্পব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৯ই নভেম্বর ২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
জাপানে বিএনপির  বিল্পব ও সংহতি দিবস পালিত

গত ৮ই নভেম্বর, ২০২০খ্রীঃ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার উদ্যোগে পালিত হয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে জাপানের রাজধানী টোকিওর "হিগাশি জুজু ফুরেইকান" হলে স্থানীয় সময় বিকেল ৫টায় এক অালোচনা সভার  অায়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দলটির জাপান শাখার সভাপতি জনাব অালহাজ্ব মোঃ নুর এ অালম নুরঅালী। অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন দলটির জাপান শাখার সহ সভাপতি জনাব মনি এমদাদ, প্রধান উপদেষ্টা জনাব এস ইসলাম নান্নু, যুগ্ম সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ডিও, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট  বিএনপি নেতা জনাব সামচুল হুদা রুমন, জনাব তানভীর অাহমেদসহ অংগ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব নুর খান রনি। উক্ত অালোচনায় বক্তাগন ৭ই নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ও সংহতি দিবস হিসাবে অাখ্যায়িত করেন। তারা অারও বলেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর  সিপাহি জনতা এক অভূত্থ্যানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের স্বাধীনতাকে সুসংহত করেন। তারা বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে অানতে চেয়ার পারসন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।