উখিয়ায় এককোটি পনের লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই নভেম্বর ২০২০ ০১:৩৬ অপরাহ্ন
উখিয়ায় এককোটি পনের লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় পৃথক অভিযানে ৭ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ২ জন ও ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)।সোমবার (৯ নভেম্বর) ২টা ৩০ মিনিটের সময়গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালংস্থ বাংলাদেশ টেলিভিশনের উখিয়া উপ-কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে কুতুপালং ক্যাম্প-২৪, সি-ব্লকের মৃত সুলতানের ছেলে আবু তৈয়ব (২৬) ও ঈদগাহ ইসলামাবাদের মৃত দুদু মিয়ার ছেলে আবুল হোসাইন (৪৩)কে ৭ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ৯০ হাজার টাকা।অপরদিকে সোমবার (৯ নভেম্বর) ৩টা ৩০ মিনিটের সময়  কুতুপালং বুড়ীর ঘরস্থশাহপুরী হাইওয়ে পুলিশ ফাড়ীর ডাম্পিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে বালুখালী ক্যাম্প-১৮ বি ব্লকের মৃত সিরাজুল ইসলামের ছেলে ফয়েজ আহাম্মদ (৩৫)কে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৭৪ লক্ষ ৮৫ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক, এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।