রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। যোগ দিচ্ছে আরও দুটি ইউনিট।রবিবার (২২ নভেম্বর) বিকাল তিনটায় এই আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি কলোনির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আরও দুটি ইউনিট পথে আছে।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।