ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নে'র বিকাল বাজার ও অন্নদার মোড় এলাকায় মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জনকে জরিমানা করা হয়েছে।সরাইলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ( ২৩ নভেম্বর ) সোমবার দুপুর একটার দিকে উপজেলা সদর ইউনিয়নে'র বিকাল বাজার ও অন্নদা মোড় নামক স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্তও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।
এসময় সামাজিক দূরত্ব না মানা ও মাক্স ব্যবহার না করায় পৃথক ৬টি মামলায় ২৮৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করা হয়। সরাইল থানা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।