পলাশে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: রবিবার ২৯শে নভেম্বর ২০২০ ১১:২৮ পূর্বাহ্ন
পলাশে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন

নরসিংদীর পলাশে অসহায় ও দুস্ত নারীদের হাতকে কর্মের হাত হিসেবে গড়ে তোলতে ফ্রী সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন করা হয়েছে।  রোববার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে  সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন করেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিগার সুলতানা। সমাজের অসহায়, 

অবহেলিত দুস্ত নারীদের আত্মকর্ম সংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ২০১১ সালে ফ্রী সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি ১৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে উপজেলার চরসিন্দুর ইউনিয়ন থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় আট শতাধিক নারী তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করেন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শাখা উদ্বোধন করা হয়। এসময় পলাশ উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি রেনুকা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পৃষ্ঠপোষক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার ও স্থানীয় প্রশিক্ষণার্থীরা।